শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩

শীতের মরশুমে আপনার ত্বককে রক্ষা করার টিপস

 শীতের মরশুমে, কঠিনআবহাওয়া থেকে রক্ষা করার জন্য আপনার ত্বকের অতিরিক্ত যত্ন নেওয়া গুরুত্বপূর্ণ শীতকালে আপনার ত্বককেরক্ষা করার জন্য এখানে কিছু ফ্রি টিপস রয়েছে:

রোদ থেকে আপনার ত্বককে রক্ষা করুন

 

শীতকালেও রোদ ত্বকের জন্য ক্ষতিকর হতে পারে আপনি যদি দীর্ঘ সময়ের জন্য বাইরে থাকার পরিকল্পনা করেন তবে 15 বা তারবেশি সান-প্রটেকশন ফ্যাক্টর (এসপিএফসহ একটি সানস্ক্রিন ব্যবহার করুন  এতে আপনার ত্বক রক্ষা পাবে এবং ভালো থাকবে

 

শীতকালে ট্যানিং এড়িয়ে চলুন

 

ট্যানিং ত্বকের ক্ষতি করতে পারে এবং ত্বকের বিভিন্ন সমস্যা তৈরী করে আপনি যদি গ্রীষ্মের উজ্জ্বলতা বজায় রাখতে চান তবেঅতিরিক্ত ময়েশ্চারাইজারের সাথে সেলফ-টোনার ব্যবহার করুনকারণ সেলফ-টোনার  ত্বককে শুষ্ক হতে দেয় না  

 

নিয়মিত ময়শ্চারাইজ করুন

 

শীতকালে ঠান্ডা তাপমাত্রা এবং কম আর্দ্রতার মাত্রা শুষ্ক বায়ু হতে পারে যা ত্বক থেকে আর্দ্রতা দূরে সরিয়ে দেয় নিয়মিত ময়শ্চারাইজিংত্বকের আর্দ্রতা প্রতিবন্ধকতা পূরণ করতে এবং শুষ্কতা প্রতিরোধ করতে সাহায্য করে আপনার ত্বকের ধরন অনুসারে একটিময়েশ্চারাইজার পছন্দ করুন এবং শীতের মাসগুলিতে একটি ঘন ময়েশ্চারাইজার ব্যবহার করুন

sitetokerjotno


খুব গরম জল এড়িয়ে চলুন :

 

খুব গরম জল ত্বকের প্রাকৃতিক ক্ষতি করে দিতে পারে, যা ত্বককে শুস্ক করে দেয়। পরিবর্তে, আপনার মুখ, হাত বা শরীর ধোয়ার সময় উষ্ণ বা হালকা গরম জল ব্যবহার করুন।  

 

একটি হিউমিডিফায়ার ব্যবহার করুন: 

 

ইনডোর হিটিং সিস্টেমগুলি বাতাসকে আরও শুকিয়ে দিতে পারে, যা আপনার ত্বককে প্রভাবিত করতে পারে। আপনার বাড়িতে একটি হিউমিডিফায়ার ব্যবহার করা বাতাসে আর্দ্রতা যোগ করতে এবং আপনার ত্বককে শুকিয়ে যাওয়া থেকে রক্ষা করতে সহায়তা করতে পারে

 

আপনার হাত রক্ষা করুন:

 

এরকম অনেক জায়গা আছে যেখানে শীতকালে খুব ঠান্ডা পরে।  এবং আমরা সারা শরীর গরম জামা কাপড় দিয়ে ঢেকে রাখলেও হাত ফাঁকা থেকে যায়।  হাত প্রায়ই ঠান্ডা আবহাওয়ার সংস্পর্শে আসে এবং শুষ্ক এবং ফেটে যেতে পারে। বাইরে যাওয়ার সময় গ্লাভস পরুন এবং ময়শ্চারাইজড রাখতে আপনার হাত ধোয়ার পর হ্যান্ড ক্রিম লাগান।

 

শীতকালে সঠিক ক্রিম choose করুন 

 

আপনি অন্যান্য ঋতুতে যে ময়েশ্চারাইজার ব্যবহার করেন তা শীতের মাসগুলির জন্য পর্যাপ্ত নাও হতে পারে। আর্দ্রতা ধরে রাখতে এবং আপনার ত্বকের আর্দ্রতা বাধা রক্ষা করতে সঠিক ক্রিম কিনবে।  আপনি অনলাইন দেখতে পারেন কোন ক্রিম টি আপনার জন্য সঠিক।  

sitetokerjotno


আপনার ঠোঁট রক্ষা করুন: 

 

শীতকালে ঠোঁট শুষ্ক এবং ফাটা হতে পারে। শীতকাল থেকে রক্ষা করতে এবং ময়েশ্চারাইজড রাখতে এসপিএফ যুক্ত লিপবাম ব্যবহার করুন


এছাড়া গরম কাপড়, মজা এবং হাতের গ্লোভস সব সময় ব্যবহার করবেন।  নিজেকে সুস্থ রাখবেন এবং ভালো রাখবেন।অবশ্যই লাইক এবং শেয়ার করবেন যদি এই আর্টিকেল টি আপনাদের ভালো লাগে!


নোট - এই আর্টিকেল টি সম্পূর্ণ আমাদের নিজেদের লেখা এবং যদি কেউ আমাদের পারমিশন ছাড়া অন্য কোথাও এই আর্টিকেলটি ব্যবহার করেন তাহলে সেটিইললিগাল হিসাবে দেখা হবে এবং সেই সাইট টির ওপর আমরা লিগাল অ্যাকশন নিতে বাধ্য হবো


Note - We post tips, based on our writers experience, Google research. Plz consult with the health consultant before apply this! We are not liable for any kind of health trouble!

 

বুধবার, ২২ নভেম্বর, ২০২৩

খান চিকেন স্ট্যু আর ভালো থাকুন এবং সুস্থ থাকুন

আপনি জ্বরে আক্রান্ত হলে আপনার মা আপনাকে প্রথম যে জিনিসটি খাওয়াবেন তা হল এক বাটি মুরগির স্যুপ চিকেন স্ট্যু  প্রকৃতপক্ষে খুব স্বাস্থ্য উপকারি, কারণ আপনি পুষ্টিগুণে ভরপুর আরও সবজি খেতে পারেন এবং একটি স্বাস্থ্যকর চিকেন স্ট্যু আপনাকেভেতর থেকে গরম করবে এটি খুব হালকা রান্না এবং খুব সহজে আপনি বানিয়ে ফেলতে পারেন!

আসুন জেনে নি চিকেন স্ট্যু এর উপকারিতা সমন্ধে…

এটি আপনার হাড়ের শক্তি বাড়ায়

প্রাণীর হাড় ক্যালসিয়ামম্যাগনেসিয়ামপটাসিয়ামফসফরাস এবং অন্যান্য ট্রেস খনিজ সমৃদ্ধ - একই খনিজগুলি আপনার নিজেরহাড় তৈরি এবং শক্তিশালী করার জন্য প্রয়োজন মুরগির ঝোল এই খনিজগুলির বেশিরভাগ দিয়ে প্যাক করা হয় যা নিশ্চিতভাবেআর্থ্রাইটিসকে ভয় দেখাবে


চিকেন স্ট্যু  প্রকৃতপক্ষে খুব স্বাস্থ্য উপকারি


 

চিকেন স্ট্যু ওজন কমিয়ে ফেলতে সাহায্য করে

 

চিকেন স্ট্যু তুলনামূলকভাবে কম চর্বিযুক্ত খাবার হতে পারেঅতিরিক্ত চর্বি অপসারণের একটি সহজ উপায় হতে পারে রান্না করার পরেস্যুপ ঠান্ডা করে এবং উপর থেকে চর্বির স্তরটি স্কিম করে এটি আপনার পেট ভরায় এবং ওজন কমাতে সাহায্য করে এটি নিশ্চিত করেযে আপনি প্রচুর পরিমাণে পুষ্টি গ্রহণ করেছেন এবং অন্যান্য চর্বিযুক্ত খাবার থেকেও নিজেকে দূরে রেখেছেন যা একজনের উপর ঝোঁকথাকে

 

আপনার পেশী শক্ত করে

সকলের কাছে পরিচিতমুরগিকে প্রোটিন এবং অ্যামিনো অ্যাসিডের একটি দুর্দান্ত উত্স হিসাবে বিবেচনা করা হয় যা পেশী এবংঅন্যান্য টিস্যুগুলির বৃদ্ধির জন্য সত্যিই ভাল তাইএক বাটি মুরগির স্যুপ আপনার প্রতিদিনের খাদ্যতালিকায় একটি দুর্দান্ত সংযোজনহতে পারে

 

ইমিউনিটি পাওয়ার বাড়ায় শরীরের

 

একটি মুরগির স্ট্যু অন্যান্য মূল উপাদানগুলির মধ্যে রয়েছে পেঁয়াজরসুন এবং অতিরিক্ত শাকসবজি যা স্বাদ যোগ করে এবং গুরুত্বপূর্ণপুষ্টির একটি স্বাস্থ্যকর ডোজ যা একটি ভালভাবে কার্যকরী ইমিউন সিস্টেমের জন্য প্রয়োজনীয়

চিকেন স্ট্যু  প্রকৃতপক্ষে খুব স্বাস্থ্য উপকারি


যদি আপনিও চান এই চিকেন স্ট্যু করতে তাহলে আজকেই গুগল সার্চ করুন আর আপনিও পেয়ে যাবেন easy চিকেন স্ট্যু বানানোরপদ্ধতি!

 

নোট - এই আর্টিকেল টি সম্পূর্ণ আমাদের নিজেদের লেখা এবং যদি কেউ আমাদের পারমিশন ছাড়া অন্য কোথাও এই আর্টিকেলটি ব্যবহার করেন তাহলে সেটিইললিগাল হিসাবে দেখা হবে এবং সেই সাইট টির ওপর আমরা লিগাল অ্যাকশন নিতে বাধ্য হবো


Note - We post tips, based on our writers experience, Google research. Plz consult with the health consultant before apply this! We are not liable for any kind of health trouble!

 

 

রোগা হওয়ার সহজ উপায় - জেনে নিন ঘরে বসে!

 আপনি যদি রোগা হতে চান কিন্তু কনো টাকা পয়সা ইনভেস্ট না করে, তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য!

আমরা আপনাদের এমন একটি উপায় বলবো যেটি প্রতিদিন করলে আপনি ঘরে বসে রোগা হয়ে যাবে।পারবেন কমাতে কমপক্ষে ১-২ কেজি ওজন ৭-১০ দিনের মধ্য।  এর কনো সাইড ইফেক্ট নেই, এবং যে কেউ (বেশি বয়স অথবা কম বয়স এর মানুষ এটা খেতে পারে )

আসুন তাহলে জেনে নেওয়া যাক কিভাবে আপনি ওজন কমাবেন ঘরে বসে কোনো টাকা পয়সা খরচা না করে 

পদ্ধতি : প্রতিদিন সকাল বেলা একটি ছোট্ট জিনিস খেলে আপনি খুব সহজে ১-২ কেজি ওজন কমিয়ে ফেলতে পারবেন

রোগা হওয়ার জন্য আপনাকে প্রথমে করতে হবে একটি ছোট্ট কাজ -

Roga howar sohoj upay


  • প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে একটি গ্লাস নিন! এবার ওই গ্লাসে এক গ্লাস জল ভোরে রাখুন! 
  • তারপর আমাদের দরকারি আরেকটি জিনিস যেটা আমাদের সবার রান্না ঘরে থাকে - জিরে নিন 
  • ১ চামচ জিরে ওই গ্লাস এর জলে ফেলে দিন এবং গ্লাস টি কভার দিয়ে রেখে দিন রাতভর!
  • সকালে উঠে একটি পাত্রে ওই জিরে ভেজানো জল ঢেলে নিন এবং গ্যাস এর মধ্যে রেখে ফুটিয়ে নিন! 
  • জল ফুটতে শুরু করলে নাবিয়ে ঠান্ডা করুন একটু! 
  •  তারপর ওই জলের মধ্যে এক ফালি পাতি লেবুর রস দিন

ভালো করে জল ঘুলিয়ে এবার খেয়ে নিন! বেশ আপনি রোগা হওয়ার জন্য এক ধাপ এগিয়ে গেলেন. 

Roga Howar sohoj upay


জিরে জল বদহজম দূর করে এবং রোগা হতে সাহায্য করে! আপনি জিরে জল নিয়মিত খেলে আপনার শরীর ভালো থাকবে এবং হজম প্রক্রিয়াকে ত্বরান্বিত করে. দেরি না করে আজ থেকেই শুরু করেদিন এটি এবং ১-২ সপ্হাহের মধ্যেই কমিয়ে ফেলুন ১-২ কেজি আরাম করে! সব থেকে বড়ো ব্যাপার হলো এটার কোনো সাইড ইফেক্ট নেই! 

নোট - এই আর্টিকেল টি সম্পূর্ণ আমাদের নিজেদের লেখা এবং যদি কেউ আমাদের পারমিশন ছাড়া অন্য কোথাও এই আর্টিকেলটি ব্যবহার করেন তাহলে সেটি ইললিগাল হিসাবে দেখা হবে এবং সেই সাইট টির ওপর আমরা লিগাল অ্যাকশন নিতে বাধ্য হবো

Note - We post tips, based on our writers experience, Google research. Plz consult with the health consultant before apply this! We are not liable for any kind of health trouble!


শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১

ঘরোয়া উপায় চোখের যত্ন কিভাবে নেবেন ?

ছোট্ট একটি টোটকা জেনে নিন :

চোখের সুস্বাস্থ্য বজায় রাখার অন্যতম উপায় হল চোখ ম্যাসাজ করা। ম্যাসাজের মাধ্যমে চোখে রক্ত চলাচল বৃদ্ধি পায়।

১। হাতে সামান্য অলিভ অয়েল ও নারকেল তেল নিয়ে নিন 
২। তারপর হাতের আঙুলের সাহায্যে চোখের চারপাশে ধীরে ধীরে ম্যাসাজ করুন 
৩। প্রতিদিন ১ বার চোখে এইভাবে ম্যাসাজ করুন।

chokher jotno



শসা স্লাইস করে কেটে নিন, তারপর ১০-১৫ মিনিট ফ্রিজে রেখে দিন 
২। শুয়ে পরুন, ঠাণ্ডা শসা চোখের ওপরে দিয়ে রাখুন ১০-১৫ মিনিট 
৩। তারপর পানি দিয়ে চোখ ধুয়ে ফেলুন 
৪। চোখের প্রয়োজনে মাঝে মাঝেই এই কাজটি করতে পারেন। আপনি চাইলে একই উপায়ে আলু দিয়ে চোখের যত্ন নিতে পারেন।

Note - We post tips, based on our writers experience, Google research. Plz consult with the health consultant before apply this! We are not liable for any kind of health trouble!

শনিবার, ২২ মে, ২০২১

রোদে পোড়া ট্যান থেকে ত্বককে উজ্বল ও আকর্ষণীয় করে তোলার ঘরোয়া উপায়

 রোদে আমাদের সবাইকেই কম বেশি বেরোতে হয়। আর সেক্ষেত্রে আমাদের ট্যানের সমস্যার সম্মুখীন হতে হয়।এই ট্যান পড়লেই ত্বক তার উজ্বল্য হারিয়ে ফেলে।সান্সক্রিম কিছুটা সাহায্য  করলেও,পরে আমরা ভাল ভাবেই টের পাই আমাদের ত্বকের কতটা ক্ষতি হয়েছে।বাজারে চলতি বিভিন্ন ট্যান রিমুভাল প্রোডাক্টের থেকেও ঘরোয়া উপকরণ বেশি উপকারি।সেজন্যই আপনাদের আজ জানাবো দারুন ঘরোয়া একটি উপায় যার সাহায্যার্থে সহজেই আপনারা ত্বকে ট্যান এর সমস্যা থেকে মুক্তি পাবেন এবং আপনার ত্বক হয়ে উঠবে উজ্বল ও আকর্ষনীয়।

আসুন জেনে নিন উপায়টি --


উপকরণঃ 

        ১. টক দই 
        ২. বেসন 
        ৩. কাঁচা হলুদ বাটা 
        ৪. গোলাপ জল 




ব্যবহার পদ্ধতিঃ 

একটি ছোট বাটিতে বেসন নিন, তার মধ্যে মেশান কাঁচা হলুদ বাটা, দই আর গোলাপজল। এবার সব গুলো উপকরণ থকথকে করে গুলে প্যাক তৈরি করে নিন। স্নানের আগে এই প্যাকটি ত্বকে ২০ মিনিট লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে চক্রাকারে হাত ঘুরিয়ে তুলে স্নান সেরে নিন। সপ্তাহে দুই থেকে তিনবার এই প্যাকটি ব্যবহার করলে আপনি অবশ্যই ট্যানের সমস্যা থেকে মুক্তি পাবেন।

(Note - This is just a common information we will provide in this blog. plz check and concern doctor before use these home remedies in your skin.) 


শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১

জেনে নিন ডাবের জল আমাদের শরীরের জন্য কতটা উপকারী

 ডাবের জল যে আমাদের শরীরের জন্য উপকারী এটা মোটামুটি সবারই জানা। কিন্তু ডাবের জল ঠিক কতটা উপকারী বা  ঠিক কী কী উপকার ডাবের জল খেলে আপনি পাবেন, এবং কেন তা কি জানা আছে? আসুন জেনে নেওয়া যাক ডাবের জলের আশ্চর্য সব উপকারিতা...




১.ডাবের জলে এন্টিব্যাক্টেরিয়াল প্রপার্টিস থাকে তাই ডাবের জল মুখে লাগালে ত্বক শুষ্কতার হাত থেকে রক্ষা পেয়ে আর্দ্রতায় পরিপূর্ণ হয়।

২. ডাবের জল শরীরের খারাপ কোলেস্টেরল কমিয়ে হাটের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে।

৩. ডাবের জলে থাকা অ্যামাইনো অ্যাসিড ও ডায়াটারি ফাইবার ইনসুলিনের কর্ম ক্ষমতা বাড়িয়ে দেয় ফলে স্বাভাবিকভাবেই ব্লাড সুগার নিয়ন্ত্রণে চলে আসে।

৪. নিয়মিত ডাবের জল খেলে শরীরের অতিরিক্ত ক্লোরিন, পটাশিয়াম ও সাইট্রেট বেরিয়ে যায় এবং কিডনিতে স্টোন হওয়ার সম্ভাবনা কমিয়ে দেয়।

৫. ডাবের জলে থাকা বায়ো- এক্টিভ এনজাইম, যা হজমে সাহায্য করে এবং শরীরের সঠিক ভাবে মেটাবলিজম হতে সাহায্য করে।

৬. ডাবের জলে থাকে প্রচুর পরিমাণ ইলেকট্রোলাইটস, তাই নিয়মিত এটি খেলে ডিহাইড্রেশন হওয়ার সম্ভাবনা থাকে না।

৭. কচি ডাবের জল শরীরের মেদ ঝরিয়ে দেহের ওজন কমাতে সাহায্য করে..

▪︎ডাবের জলের গুণাবলী বলে শেষ করা যাবে না। শুধু স্বাদে নয় গুণেও ভরপুর এই মিষ্টি পানীয়। ডাবের জল খেলে আপনি থাকবেন সুস্থ এবং ঝরঝরে। তাই এই গরমে চুটিয়ে ডাবের জল খান এবং শরীরকে সুস্থ ও  তারজাটা রাখুন।

(Note - This is informative article, before apply you can consult with the beauty expert or doctor and then apply. if any type of problem arise after using above remedies, we will be not responsible)


রবিবার, ১৭ জানুয়ারী, ২০২১

শীতকালীন গাল ফাটা প্রতিরোধ করতে দারুন ঘরোয়া টিপস দেখে নিন!

 দৈনিক জীবনের ব্যাস্ততার জন্য সময়ের অভাবে শীতকালে যারা সঠিকভাবে ত্বকের যত্ন নেওয়ার সময় পান না শীতকালীন শুষ্ক আবহাওয়ায় তাদের গাল ,হাত ফেটে যাওয়া খুবই স্বাভাবিক ব্যাপার।বিশেষ করে বাচ্চাদের ত্বকের যত্ন না নিলে খুব তাড়াতাড়ি শীতকালে তাদের গাল ফেটে যায়।সে ছোট হোক বা বড় শীতকালীন শুস্ক আবহাওয়ার জন্য আমাদের স্কিন ড্রাই হয়ে যায় এবং ফেটে যায়, এটা যাতে না হয় তার জন্য আমাদের স্কিনের ময়শ্চারটা লক করতে হবে স্কিন থেকে ময়শ্চার বেরিয়ে যায় বলেই স্কিন ফেটে যায়। তাই সব থেকে জরুরি আমাদের স্কিন পরিষ্কার রাখতে হবে তবে স্কিনের ময়শ্চার লক করা যাবে। নিম্নে কিছু ঘরোয়া টিপস দেওয়া হল যা ব্যবহার করলে আপনার বা আপনার বাচ্চার গাল ফাটা প্রতিরোধ করতে পারবেন। দেখে নিন সেই দুর্দান্ত টিপস গুলি....


১. প্রথমত গাল ফেটে গেলে একটু গরম জলে তুলো ভিজিয়ে সেই তুলো দিয়ে আস্তে আস্তে গাল পরিষ্কার করে নিন। এবার পরিষ্কার করে ফাটা জায়গায় বেশি করে একটু মশ্চারাইজার তুলো দিয়ে লাগিয়ে নিন।
Winter skin care


২. দ্বিতীয়তঃ ফেটে  যাওয়া জায়গায় দুধের শ্বর ১-২ ঘণ্টা লাগিয়ে ধুয়ে নিতে পারেন। এতে খুব তাড়াতাড়ি ফাটা ত্বক মসৃণ ও চকচকে হয়ে উঠবে।

৩. তৃতীয়তঃ গাল ফেটে গেলে বা মুখের ত্বক শুষ্ক হয়ে গেলে কাঁচা দুধ তুলো করে পুরো মুখে বা ফাটা জায়গায় লাগিয়ে ১-২ ঘন্টা পর ধুয়ে নিন।দুধ ত্বকে  ময়শ্চারটা এর যোগান দেয় ফলে শুষ্ক ও খসখসে ত্বক হয়ে উঠবে মসৃণ ও উজ্জ্বল।

৪. চতুর্থত ১ চামচ গ্লিসারিন ও ১ চামচ গোলাপ জল মিশিয়ে নিয়ে গালের ফাটা অংশে রাতে ঘুমোতে যাওয়ার আগে লাগিয়ে রেখে সকালে ধুয়ে নেবেন ।এটা ২-৩ তিন দিন ব্যবহার করলে গালের ফাটা অংশ ঠিক হয়ে যাবে এবং মুখ দেখাবে মসৃণ ও সুন্দর।

উপরিউক্ত ঘরোয়া পদ্ধতি গুলি সঠিক মত ব্যবহার করলে আপনি অবশ্যই শীতকালে ত্বকের শুষ্কতা ও ফাটা থেকে রেহাই পাবেন এবং আপনার ত্বক দেখবে মসৃণ ও লাবণ্যময়ী।  
(Note - This is informative article, before apply you can consult with the beauty expert or doctor and then apply. if any type of problem arise after using above remedies, we will be not responsible)